তুমি জন্মেছ বলে ধন্য এদেশ
যায় না করা তোমাকে বলে শেষ
ভাষা আন্দোলন ঊনসত্তরের গণ অভুথ্যান
ভুখা মিছিল ও একুশ দফা পঞ্চান্নে
সাতই মার্চের উত্তপ্ত ভাষণে
ছিলে যে বাঙালি ও বাংলার অবিসংবাদিত নেতা
পৃথিবীর বুকে আকাশের অশ্রু
ঝরে অবিরাব গলেনি তো শত্রু
যে নেতা কাটালো তেরো সাল জেলে ভালোবেসে দেশ
তারঁ শরীরেই আঠারোটা গুলি
উড়িয়েছে ছেদে কিছু মাংশ-ধুলি
অতঃপর কাটে দু'পায়ের রগ পৈশাচিক দল
একঝাক বক ঠোঁট মুছে উড়ে
উল্লসিত মনে মগ ডাল ধরে
অবাক পৃথিবী অবরুদ্ধ হয় জনসাধারণ
বনের পশুও লাজে মুখ ঢাকে
গাছপালা-নদী শির নত রাখে
শোকাচ্ছন্ন দেশ দিশেহারা হয়ে অশ্রু হয়ে যায়
হাসিনা রেহানা ছিল জিন্দালাশ
বিদেশ-ভূমেই অশ্রু-জলে বাস
তবু হারায়নি ওরা মনোবল ধৈর্য ছিল পুঁজি
হায়রে বাঙালি করুণ কাহিনী
রচিল কলঙ্কময় যামিনী
রেডক্রিসেন্টের পাঁচশো সত্তর সাবানে গোসল
কাফনে জড়ালো খুব তাড়াতাড়ি
রিলিফের সাদা পাড়যুক্ত শাড়ি
অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
তবুও জিতেছ বিশ্ব ভুবনে
উঁচু শিরে তুমি রয়েছ যে মনে
হোক পুকুরের সেই নোংরা পানি সকলে তা জানি
সেই ঘৃণিত কাজ নেই অগোচরে
লুকিয়েছিল তারাই চরাচরে
পৃথিবীর মাঝে ছড়িয়েছে আজ তোমারই সুবাস
লিখে শেষ তোমার কতককতা
আমি কি তা পারি সে-তো ইতিকথা
যা লেখা রয়েছে বিশ্ব-ভুবনের মানুষের মনে।