দেখো ইতিহাস গুড়ি গুড়ি হেঁটে
কালো অধ্যায় আঁকছে বিশুদ্ধ পাতায়
বিভক্ত মার্কিন বর্ণবাদী
হৈচৈ লোভাতুর গদি।
ঢুকে যাচ্ছে অন্ধকারে
আকাশের জাজ্জ্বল্যমান নক্ষত্র
তারকার উল্কাপাত।
অতঃপর অপেক্ষায় তবু ইতিহাস।
৫-১১-২০২০
রাত ৯ টা