বরফগুহায় নারীদের বাসস্থান
প্রস্তরবত্ দেখালেও সামান্য উত্তপ্তে
করকা হয়ে গড়িয়ে যায়
নদী- অববাহিকায়।
যৌবনের ধ্বংসাবশেষ থেকেও
জলের ফোয়ারা জেগে উঠে।
নদী এবং নারীরা খননে যৌবনবতী
তাদের ঘিরেই গড়ে উঠে
ছায়াসুনিবিড় শান্তিনীড়।
তথাপি বিপন্নতার দুয়ারে দাঁড়িয়ে
নদী আর নারী
শিশিরবিন্দুর মতো হয় পদদলিত।
ধূপকাঠির মতোন ধূপায়িত করে
ধূপধারে ধূপছাই হয়ে পড়ে থাকে
অবজ্ঞায় সমাজের কোণে।
তবুও তাদের উদাস চাহনি শূন্য -অভিমুখী।
২০-১১-২০২০