উত্তপ্ত পৃথিবী ছুটে যাই গাছের ছায়ায়
সেখানে শুধুই ন্যাড়া গাছ নেই ছায়া
                      দেখি ছেঁড়া ছেঁড়া মেঘ।

লবনাক্ত মেঘ হয়ে যাই আমি
          বৃষ্টির বদলে ঝরে ঘাম
অবসাদে দম বন্ধ হয়ে আসে।

শুনি শব্দহীন কান্না সড়ক ও উপবনে...

ন্যাড়া গাছ নড়েচড়ে বসে -
আচমকা শ্লোগান শুনতে পেয়ে...
               'গাছ লাগান পরিবেশ বাঁচান
নিজে সুস্থ থেকে অন্যকে সুস্থ রাখুন'।

অনাবৃষ্টি আর
মোড়লের  নিস্প্রভ স্বীকারোক্তিতে
               সমুদ্র অবলোকন করি
বিবর্তন-ধারা ঠিক বোধগম্য নয়।

নড়েচড়ে বসা গাছের তলে এখনো আছি....

ঘাম ঝরিয়ে আবার
            হাঁটা শুরু করি
ভাবনার পথে প্রণয়ের পথে
                      বেঁচে থাকবার জন্য।

প্রকৃতিবিরুদ্ধ বিদেশীয় গাছের অবতরণে
স্বল্প আয়ী গাছেদের হয় বুঝি এভাবেই
                     অসময়ে জীবন পরিসমাপ্তি
ধীরে ধীরে পাখিরাও হবে হয়ত বিলীন।

আমাদের মুদ্রাস্ফীতিও ঘামছে সাথে...

তবু কান পেতে থাকি আস্থার দুয়ারে
                যদি শোনা যায় বাতাসের গায়ে
পাতাওয়ালা গাছের হর্ষ-ধ্বনি।

০১-০৯-২০২০