জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের এই শোকাহত দিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে
চুপি চুপি কথা বলে
ধীর পায়ে ধীরে চলে
মুখোশের আড়ালেই হিতৈষী সাজে....
জিভ-নীচে আঁটে ফাঁদ
খোকাকে করবে কাত
রাঙিয়ে রক্তে দেশ দেখালেন কাজে....
নেমকের দিল দাম
করে ঘৃণিত কাম
ভাবেনি বেঁচে যাওয়া মেয়েই হবে কাল...
কন্যা হয়ে ধরবে এভাবে দেশের হাল।
হবে আবার বিচার
ছিল না মাথায় আর
নারীকে হেলা করার নেই অবকাশ....
নীতিতে হলো অটল
কন্যারা অবিচল
খুনিদের করা হলো ফাঁসিকাঠে নাশ...
জনতার মিটে আশ
শান্তিতে ফেলে শ্বাস
মুজিব দেখে একটু আলোর ঝোলক...
মুজিবের স্বপন
পূরণ হবে যখন
জান্নাতে শান্তির ফেলবে পলক....
তাই কন্যা ছুটছে
উন্নয়নের পিছে
গড়েছেন তিঁনি ডিজিটাল বাংলাদেশ...
উন্নয়ন আবাস
বাংলাদেশেরই বাস
কন্যার কাজে আছে জনতা অনেক বেশ
মুজিবের আত্মায় উছলে খুশির রেশ।
১৫-০৮-২০২০
ঠাকুরগাঁও, বাংলাদেশ