সভ্যতার আলো বিলুপ্তির আঙিনায়
গোমূর্খরা আজও রয়েছে গোমূর্খ
শুধু শুধু সভ্যতার রং মেখে
মিশে যায় মানুষের ভিড়ে কিংবা
মনুষ্যত্ব বন্ধক রেখেছে ব্লাক হোলে।
রাশিদাদেরকে কত ঘাম শরীরে শুকিয়ে
জীবন মৃত্যুরমুখে সঁপে দিয়ে আনতে হয়
পৃথিবীতে একটি ফুলের মতো শিশু
যা রঙিন ঘুড়ি হয়ে নানা স্বপ্নে
উড়িয়ে নিয়ে বেড়ায় রাশিদাদের প্রত্যাশা।
অথচ কাপুরুষেরা লিঙ্গ বৈষম্যে
কখনো ফুলকলিকে করে হত্যা
কখনো রাশিদাদের শরীরে এঁকে দেয়
নির্যাতনের অজস্র চিত্ররেখা
শিকারী বাঘকে হার মানিয়ে নরাধমেরা
পদক অর্জনে ব্যতিব্যস্ত।
ভাবনায় ভাবনাগুলো গর্জে ওঠে
সেই আদিম যুগের
আগুন জ্বালানো পাথরগুলোর মতো
ডিজিটাল যুগে দাঁড়িয়েও মূর্খরা এতটা মূর্খ
এতটাই অসভ্য যা দেখে জলের আয়না
পুকুরের কীটপতঙ্গ বিদ্রুপে ফেটে পড়ে
নারীরা বেরিয়ে পড়ে
রাস্তায় রাস্তায় মিছিল শ্লোগান
দাবী একটাই মুর্খ-সভ্যদের "মৃত্যুদণ্ড চাই '।