বিরামহীন ছুটতে গিয়ে ভুলে গিয়েছি
ব্যাকরণের বিরামচিহ্নগুলো আমি
মেঘের মতো আকাশজুড়ে ছুটে এ মন
সীমা টপকে দিগন্তরে।
আরিজোনায় এন্টিলোপ ক্যানিয়নের
সে আলোছায়া ও রঙের বৈচিত্রে
মহিত হয়ে মন কখনো বসতবাড়ি
তুলছে গড়ে যে ওখানেই।
কখনো মন সিন্ধু-পিঠে ভারত-চিনে
লাদাখের সে প্যাংগং সুনীল লেকে
বিভিন্ন কালে যাকে দেখা যে বিভিন্ন রূপে
থাকতে চায় সে নিস্বর্গে।
মালদ্বীপের সেই বারোস আইল্যান্ড
যেখানে আছে অসংখ্য চোখ ধাঁধানো
সাগর -নভ প্রকৃতির অপূর্ব মায়া
থাকতে চায় সেখানে মন।
ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কের সেই
তিয়ানমেন পর্বতেই কাঁচের সেতু
এবং বুনো মনমাধুরী যেখানে আছে
অজান্তেই সেখানে মন।