স্বপ্নে খুলে যায় স্মৃতির দারাজ
ছোটো-বড় পাড়ার বন্ধুরা মিলে
পুকুরে ধরেছি মাছ রোজ কিশোরবেলায়
                             হঠাৎ পুকুর হয়ে যাই
ফ্রকটাকে জল ভেবে মাছ খুঁজে ওরা
জলের ভেতরে ধোঁয়া উড়ে ধোঁয়া
                                   মন পোড়া ধোঁয়া
আমি আর পুকুরে নামিনি কখনো কোনদিন।

ফ্রক ছেড়ে শাড়িতে যখন
কতগুলো ড্যাবড্যাবা চোখ রসায়ন হয়ে যায়
বায়োলজি চর্চা করে আমার শরীরকে নিয়ে।
এখনো দেখতে পাই চশমার মোটা লেন্সটা
                                          চতুরদিকে ঘুরায়
সেই ড্যাবড্যাব চোখগুলো বায়োলজির সন্ধানে
আমার সমস্ত বেলা কাটে ভয়ংকর অবেলায়
                              স্তব্ধ ভাষা চোখের চাহনি।

মেঘ-রোদ্দুর খেলায় মেতে উঠেছে শ্রাবণ
পুকুর থেকে এখন আমি সাগরের জল
                                     ঢেউ তোলপাড়।