কেন পাতা ঝরে পড়ে
কেন স্বপ্নগুলো মরে
তবে পাখি কেন গান করে যায় গাছের ডালে ডালে?
তবে জানলা কেন খোলা
যদি না দেয় মনে দোলা
তবে জেগে ওঠে কেন গাছ বৈশাখীর নৃত্য তালে?
তবে বাঁশি কেন বাঁজে
যদি থাকি ঝড়ের মাঝে
তবে হৃদয় কেন কেঁপে ওঠে প্রেম-উত্তালে?
শুনি কেন সুরের ছন্দ
এ কি সবুজ ধানের গন্ধ
তবে বন্দী কেন স্বপ্নেরা সব আজ মাকড়সার জালে?