পুজারী ঐ তাকিয়ে রয়
দেহধারী মূর্তির দিকে,
দেবির বাহবায় সন্তোষে
সলতে চাটুক্তিতে টিকে।
শুকনো জলে যায় স্তুতিবাদ
নৌকোর দাঁড় টেনে ওপারে,
পুজোর ছলে বড়শি হাতে
যায় যে চড়ক গাছের ধারে।
হয়নি এবার সঠিক পুজো
ব্রাহ্মণ ছিল না-কি নকল,
লক্ষ্য ছিল কায়দা করে
মাছের চোখটা করবে দখল।
পৈতা দেখি সবার মাঝে
সবাই সেজেছে আজ ঠাকুর,
রাতারাতি ধরছে চুপচুপ
কাতলা রুই আর মাগুর।
বিধানদাতা সবাই এখন
শুনতে হবে সবার কথা,
কোনো কথা বলবে না আর
জড়িয়ে নিবে গুল্মলতা।
হুজুর ঠাকুর নেতার কেতা
বুঝতে চাইলে ঢুকো দলে
শুকনো নদী ভরবে জলে
শুকনো শাখা নড়বে ফলে।