কষ্ট কখনও ক্লান্ত হয় না
ষড়ঋতুর মতোন আসে জীবনের আঙিনায়
রোদ বৃষ্টি শিশিরের যেন আনাগোনা অবিরল
মনের ভিতরে উপস্থিতি সিঁড়ির মতো মানুষ
তারা কেউ মেঘের মতোন জীবনকে দেয় ঢেকে
কেউ নেয় কুয়াশার মতো কেড়ে মনের উষ্ণতা
কেউ চৈত্রের রোদের মতো পুড়ায় সুখের ঘর
শ্রাবণের বৃষ্টির মতোন কেউ ভাসায় জীবন
কেউ বা বৈশাখী ঝড় হয়ে তুফান তুলে হৃদয়ে
গার্হস্থ্য তার পাঁজর ভেঙে বাঁধে বেআইনী ডালে
কথার মতো কষ্ট উড্ডীন সর্বদা মনের মাঝে।
০৭-০২-২৩