ও কবিতা তুমি কার?
নিখিল বিশ্বে ছড়িয়ে পড়ে নামযশ
তোমার কীর্তনে পৃথিবী পাগল
তোমার শরীরে চাঁদ সূর্য বেলাভূমি খেলা করে
শরৎ আকাশে রামধনু আর কাশফুল
গড়ছে প্রেমের ইতিহাস
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিটি শব্দ
বিদ্রোহীতে পরিণত হয়
আবার ঝিঁঝি পোকার ডাকে উঠে আসে
জলপদ্মের মতই কোমল হাত
গোপন প্রণয়ে মেতে উঠে তোমার ঘরেই।
কারুর হৃদয়ে অন্তসলিলা নদী বয়ে যায়
কেউবা হাসে কেউবা কাঁদে
রাজনীতি কুটনীতি সাম্যবাদ গণতন্ত্র
ও বিশ্ব বিবর্তনের ইতিহাস তোমার শরীরে
তুমি কাউকে ভাসিয়ে দাও প্রেমের জোয়ারে
আবার কাউকে দুঃখের সাগরে
তোমাকে বুঝতে বড় কষ্ট হয়
বলো তুমি কার?
উদ্দীপ্ত ন্যায়ের শিরা হয়ে হুংকারে বিশ্বভূবন
কাঁপিয়েই দাও আবার কখনো মারো তেল
তোমার নেই কি ক্লান্তি পড়ো না নুইয়ে
ভুলোক এবং দুলোকের ভারে ?
কবিতা তুমি কি কবিতার জনকের না-কি
বিশ্বব্রহ্মাণ্ড ও মানুষের?
খুব জানার বাসনা হয় তোমার শরীর কার?
তোমাকে হলো না জানা এখনো আমার !
০৭-০৯-২০২০,
বাংলাদেশ