একটি কবিতা লিখার জন্য
অভিধানটি করেছি গর্ভে ধারণ
শব্দের পর শব্দ সুবিন্যস্ত দীর্ঘকাল
অনেক সাধ্য সাধনার ফসল
একটি মৃত কবিতা প্রসব।
মৃত সন্তান প্রসবে
গর্ভধারিণী মায়ের বুকের
পাঁজর যেমন যায় দুমড়ে-মুচড়ে
আমারও বুকের পাঁজর
সেভাবেই-
যাচ্ছে দুমড়ে -মুচড়ে
একটি উজ্জীবিত কবিতা জন্ম দিতে না পারার কষ্টে
আমার হৃদপিন্ড ধর্ষিত
ক্ষত-বিক্ষত ঝরছে রক্ত-
ব্যর্থতা গোগ্রাসে গিলে বসেছে
হতাশা কুরে কুরে খাচ্ছে
স্থবির জর্জরিত সংকটে শব্দাবলী
কলমকে বন্ধুর সমকক্ষ করতে
ধারণ করতে চাই বক্ষে,
অশ্রুর সাথে বুকফাটা দুঃখের পুনর্মিলন
না ঘটছে যতক্ষণ হতাশা যাবে না ছেড়ে,
কেউ কি দিবে,আছো এমন বন্ধু-
কিছু শব্দ চয়ন করে?    
উজ্জীবিত কবিতা জন্ম দেবার জন্যে-
আমি চাই লিখতে একটি কবিতা!!

     ( এটা আমার লেখা প্রথম কবিতা) / জুলাই ২০১৭ ইং