বসেছিলাম দেবদারুর ছায়ায় তোমার অপেক্ষায়
হয়নি কথা হয়নি চোখাচোখি বিদীর্ণ হৃদয়
তৃষ্ণায় কাতর হঠাৎ অশ্রুর ফোটা শীতল করে অন্তর
চোখ গেছে সবুজ মাঠ পেরিয়ে দূর বহু দূর
সবাই যে যার কাজে গিয়েছে যে চলে
পাখিরা ফিরছে আপন নীড়ে
শিফটিং ডিউটি শেষে সূর্য চলে গিয়েছে ঘুমোতে
চন্দ্র এসেছে আলো আঁধার ছায়া ফেলে পৃথিবীতে
জোছনার আলোয় দেবদারুর ফাঁকে ফাঁকে
খুঁজেছি আমি শুধু তাকেই
নীরব রজনি চারিদিকে সুনসান
বসে আছি একা শুধু আমি একা
দেবদারু পাতাগুলো টিপটিপ করে চোখ খুলে
তাকিয়ে দেখে আমাকে বারেবারে
দুরুদুরু বুকে চেয়ে দেখি এসেছে বুঝি খুঁজেছি যারে
কেউ নেই কেউ নেই আঁধারে আঁধার শুধু
কেঁপে ওঠে মন ভয়ে মৃত্যু যাচে
নৈরাশ্যে আমাকে ঘিরে ধরে চারিদিক থেকে
দেবদারুর পাতার রিনিঝিনি শব্দ আর নির্মল বাতাস
আমার দুর্বোধ্য সময়কে ফিরিয়ে দিয়েছে
নতুন সূর্যের ঝলমলে রোদ্দুর ফিরেছে বনে
কেটে গেছে ভয় কেটে গেছে ভয়
দেবদারু যুগিয়েছে নতুন করেই বেঁচে থাকার সাহস
দিন কিংবা রাত কেউ নয়তো কারুর পর
শুধু আকাশের মতো করে দেখলে সবাই আপন
আমি বসে আছি ঠায় এখনো যে দেবদারুর ছায়ায়।