ঝুম-ঝুমা-ঝুম বৃষ্টি ঝরে
নীল দীগন্ত ভিজে
ভাবছে পাখি নিচু মাথা
ডালে বসে কী যে!
বৃষ্টি শেষে ছাদে নেমে
ঝারছে দেখো ডানা
রোদ্রজলে নেমে পাখি
খুঁটছে শস্যদানা
হাসছে খিলখিল রঙধনু আজ
রঙ-বাহারেই ওই
সওদাগরের নাও ভিড়েছে
ভাসতে দেখে শিং কই
ছোট্টো খোকা ছিপ ফেলেছে
কাকভেজা একাকার
মায়ের বোকায় হাসছে মিটমিট
গায়ে মাখছে না তার
ছিপ দেখ ঐ নাচছে পাখি
তোলে পা ধিনতাধিন
দেখেই খোকা রাগছে অনেক
মুখ করেছে ঘিনঘিন
সওদাগরে নিয়েছে মাছ
খোকার ছিপ যে ফাঁকা
মহা ক্ষেপে গড়াগড়ি
কাদায় শীরর আঁকা
এই বাহানায় পুকুরজলে
করছে নাচানাচি
জ্বর এসেছে খোকার গায়ে
দিচ্ছে বড় হাঁচি