লক্ষ্য লক্ষ্য ধ্রুবতারা তলিয়ে যাচ্ছে আঁধারে
বেকারত্বের জ্বালায় আগুন জ্বলছে উদরে
পাইনি মেধার মূল্য ঠেকেছে পিঠ দেয়ালে
তাই সোনালি সকাল পেরুতে না পেরুতেই
কোটা সংস্কার চেয়ে স্লোগান তোলে রাজপথে
ওরা বুঝেনি তখন রাজনীতি কাকে বলে!
বুঝেনি ওরা মুখোশধারী রক্তচোষা জোঁক
সারা বাংলার আকাশ ছেয়ে নেয় কালো মেঘ
রক্ত ঝরে তাজা রক্ত দেখো তরুণের লাশ
পুলিশ ও পোষা গুণ্ডা বন্দুকে রেখেছে হাত
তারা প্রভু খুশি করতে পশুর মতো উন্মাদ
রক্ত শুঁকে বুকড়ী সবুজ ঘাসে রাখে মুখ
ওরা সকাল পেরিয়ে অনেকে পারল না যেতে
দুপুরের স্নেহমাখা মধ্যাহ্ন ভোজনে আর
কেন যে বর্ষার বৃষ্টি ছুঁড়ল এভাবে কাদা
কটাক্ষ ঝড়ে আবার ছলনায় মুছল চোখ
এসব না হলে হয়ত ঝরত না এত রক্ত
লুটিয়ে পড়ত না পথে কচি রক্তজবা
বাতাসে ভাসত না সন্তান হারা মা'র বিলাপ
আকাশে যেত না দেখা মেঘময় জ্যোতিশ্চক্র।
১৮-০৭-২৪