খেলে যাই কানামাছি খেলা অনবরত নিজের সাথে
কত কথা কত ব্যথা থাকে শুধু সময়ের পিছে পড়ে
তবু সময়ের সাথে ছুটি উথলে যদি সাগরের ঢেউ
ভাবি দু:খকে ভাসিয়ে যদি ভাসায় মনে সুখের ঢেউ
পলকেই পুলকিত মন গেয়ে যায় গুণগুণ গান
সংসারের মোহ চেপে ধরে অনুভবে বাঁচার তাগিদ
সময়ের গতি প্রশ্ন করে জগতে ঘটছে যা সবই ঠিক?
তবে আকাশের বুকে মেঘ খেলছে কেন কানামাছি খেলা
চোখ বেঁধে মুখোমুখি বসে কেন পুড়ায় ফুলের উদ্যান
কেন ছুটে চলে জগতটা মেকি রূপের মায়ার পিছে
কেন ভেঙ্গে যায় অগোচরে কচি কচি মনের স্বপন
কেন উল্লাসে জগত মাতে নিজের রক্তকে হেরে যেতে
তবে সব মিথ্যে আছে যত জগতে কবিতা আর গান ?
তাই তো রঙধনুর মতো করে যে ইচ্ছে হারিয়ে যেতে
ফের বাঁচাকে উপেক্ষা করে বসে থাকি বিদায়ের ডাকে
কানামাছি খেলার ঘোরেই বিষাদে জীবন কেঁদে মরে।