অন্য গ্রহে মানুষকে স্থানান্তর করতে যখন ব্যস্ত
হৃদয়ে তখন ঝুম বৃষ্টি
মৃত অন্তরকে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা
সবুজ পত্রে অক্সিজেনের বুদবুদ সমারোহ
তবুও প্রচণ্ড শ্বাসকষ্টে চাপধরা ব্যথা
বরফের ভেতরে পৃথিবীর আয়ু
চারিদিক জীবাণুর জাঁকজমক মহড়া।
                         অন্যদিকে দুইয়ের মধ্যে এক
ইঁদুররা গণতন্ত্র মন্থনে অমৃতপানে অমর
হাতের মুঠোয় মৃত্যুর সমনজারি বন্দি করে
বুনো ঘোড়ার মতোই ভাগবাটোয়ারায় নিযুক্ত
                                      কিশোর কালকে নিয়ে।
                              
লিস্টে রয়েছে অনেক মোরগ-মুরগি কুকুর-বিড়াল
ও-ই গুলো  শুধুই নাটকের গর্ভাঙ্ক
ভেতরে ভেতরে ইদুরের পোয়াবারো।

ক্ষুধার্ত পেটের বিক্ষোভ মিছিল
পরোয়াহীনভাবে ছুটছে মৃত্যুকে উপেক্ষা করে
শুধুই একটু ক্ষুধা নিবারণের প্রয়াসে।

২১-০৪-২০২০, রাত ১২টা ২৫ মিঃ
ধানসিঁড়ি, ঠাকুরগাঁও।