শব্দশূন্য রাত চারিদিকে সুনসান
চন্দ্রের ক্লান্তিতে সূর্য-দেবতার মুক্তি
ঐ শুনা যায় কার যেন পদধ্বনি!
কিছুই যায় না দেখা দুইএকটা বানর ছাড়া
তারা এখন অরণ্যহীন।
ঝোপঝাড় সবই ক্ষুধার্ত পেটে
শুধু একটি পেয়ারা গাছ
সেখানেই খুব সাবধানে
হাঁটছিল কিংবা খুঁজছিল কিছু
এ-ডাল ও-ডাল
আমিও একটু খাদ্যের সন্ধানে বেরিয়েছিলাম
মুখোশের আড়ালেই
হঠাৎ একটি ঢিল ছুঁটে আসে চিপ বরাবর
মুখোশটা নেই
আমি আমার আসল চেহারায়
ওরা উল্লাসে হাসছে
আর ভাগাভাগি করছে মুখোশ
বানর ছিল না ওরা মতিভ্রম হয়েছিল
হয়তো বা আমারই