বাতাসে অক্সিজেনের বুদবুদ সমারোহ
বিশুদ্ধতায় আকাশ
দেখি অবয়ব
স্বচ্ছতার আয়না আকাশ নক্ষত্র জাজ্বল্যমান
তবু আজ কৃত্রিম অক্সিজেনের প্রচণ্ড প্রয়োজন
পৃথিবীর শ্বাসকষ্ট নিবারণে।
মৃত্যুর যন্ত্রণা হামাগুড়ি দেয় অক্সিজেনে
ফিরে যদি দেখা যায় আবার যন্ত্রণাবিহীন
পৃথিবীর অবয়ব।
অথচ পৃথিবী ভরেছে সবুজ ঘাসে উল্লাসে বনরাজি
বৃষ্টি ঝরে টুপটাপ ঘাসের শরীরে মুক্তো ঝলকে উঠে
বাড়ির উঠনে।
পাখিরা এসেছে মানুষের কাছাকাছি পাখনা তাদের
সুখের কেতন
নির্ভয়ে মধুর সুরে
এডাল ওডাল কিংবা বসতবাড়ি করে কলরব
আমার শ্বাসপ্রশ্বাস ডানাহীন হলদে পাখি
বাঁচা-মরার খাঁচায় লম্ফঝম্প খেলাতেই
কাটিয়ে দেয় ব্যস্ত সময়