দুঃখের সহযাত্রী হয়ে দুঃখ খুঁজতে চেয়েছিলাম
কিন্তু পারিনি সেটাও।
দুঃখ খুঁজতে গেলে সাথে কিছু সুখ থাকতে হয়
তাই নিবিড়ভাবে সুখকে খুঁজতে গিয়ে দেখি
সেখানে শুধু পোড়া ধোঁয়ার গন্ধ উড়ছে
বাইরে ছিল শুধু সবুজ প্রলেপ
কখনোই কোনো ছিল না সবুজ ঘাস।

সাগরের জল ছুঁয়ে দেখা হয়নি কখনো
জোয়ারভাটায় নদীর জলকে সাগরের জল ভাবি।

ছাদে উঠে জ্যোৎস্নার আলোয় কখনো পারিনি
স্নান করতে
আবার ঝাউবনে জোনাকিপোকাকেও পারিনি
হাতে  তুলে নিতে।

মাঝামাঝি একটা জায়গা ছিল আমার সীমানা
তাই হয়নি কিছুই ছোঁয়া।