দেখেছিলে প্রত্যাশার বাতিঘর
জ্বালিয়েছিলে ভালোবাসার জ্বলন্ত প্রদীপ
সবুজ তৃণভূমির বক্ষস্থলে
সেই জ্বলন্ত শিখায় পোড়া তৃণভুমি
গূঢ় ব্যথায় ক্ষতবিক্ষত।
খটখট শব্দে ধুলো উড়িয়ে চরণ যায়
সীমানা পেরিয়ে হয়তো উর্বশী কিংবা
অন্য কোনো সবুজ তৃণভূমির খোঁজে।
পিয়াসি প্রেম এখন পোড়া ছাই।
কি বোর্ডে আঙুল রেখে লিখেছিলে
অল্প অল্প ভালোবাসার একটি গল্প
ছুঁয়েছিল গহীন হৃদয় রঙিন আভায়।
এখন ক্ষুধার্ত তৃণভূমি বেদনায়
ভেসে যায় আবেগের অশ্রুজলে।