ভেঙে রাতের নিরবতা রাজপথ জাগছে যে রোজ
সাথে থাকে ক্ষুধার্ত গণিকা করে খদ্দেরের খোঁজ

শহর এসে কাজের খোঁজে পড়ে ছলের ফাঁদে
পেটের জ্বালায় হায় নিরুপায় ঘুরে ঘুরে কাঁদে
দিশেহারা বেরুতে চায় ভেঙে খাঁচা ওরা
বিফলতা কুঁড়ে খায় নেয় তারা কলঙ্কের বোঝ

আঁধারের পথ সঙ্গী হয়ে ঘুরে সারাজীবন
দিনের আলো তাদের দেখে মুখটা লুকায় এখন
দুরছাই করে সবাই এখন শররীর হয়েছে ছুঁত
প্রেয়সী হয় রাতে সবার তখন কারুর নেই বোধ...

২৪-০২-২০২১