কেন ছুটছো গোপনে!
উপলদ্ধি করি শুধুই তোমার চলাফেরা
এসো সম্মুখে বেরিয়ে
আত্মগোপন খেলায় নিজেকে করছ কেন আত্মম্ভরি?
লুকোচুরি খেলা ছেড়ে
পদচিহ্ন রাখো নগরের কোলাহলে
তোমার পদাংকে পদক্ষেপ রেখে অগ্রসর হতে চায়
এ প্রজন্ম ;
আর চায় তোমাকে দেখতে উত্তরকালের শ্রেষ্ঠ।
কুকুরের ঘেউ ঘেউ ডাক দিচ্ছে বিষিয়ে বাতাস
জোছনার মন্থর আলোয় দেখা যায় গোলাপ ঝরছে
আকাশ বাতাস আর এই মরা জ্যোৎস্না সব মিলে
যেন এক অন্ধকার গর্ভগৃহ।
ফিরে এসো
ফেরারি জীবনে থেকো না এখন
ছুটো ছুটো আলোর লাগাম ধরো
এঁকে দাও পথে তোমার বিরাজমান
শত্রু পরাভূত করে গাও জয়োগান।