বিড়াল ছানা বসিয়ে পাশে
পড়ছে ইতু ঝুঁকে
ম্যাও ম্যাও করে ছানা
মাথা নাড়ায় সুখে

বলছে ছানা হবি এবার
মানুষের ন্যায় মানুষ
শুনে  ইতু লুটোপুটি
হেসে হারায় যে হুশ

বিড়াল ছানা বলছে রেগে
হেসো নাকো আর
মানুষ সেই পড়াশুনা
থাকে সততা যার

পড়া ছাড়া দেয় না এখন
কেউ আর রূপের দাম
পড়বে যত হবে তত
বিশ্বজুড়ে নাম

বলল ইতু তুই কেমনে রে
মানুষ হবি বল তো
সারাদিন ইঁদুর ছানা
ধরে খাস পাস যতো

ও এই কথা না পড়লেও মন
আমাদের আলোয় ভরা
মানুষ নামে হয় অমানুষ
মুখোশ পরে ওরা

বিড়াল হলেও তোদের থেকে
আমরা হলাম সভ্য
মানুষ হয়েও করিস লুন্ঠন
তোরাই আজ অসভ্য

হয়েছে থাম সুযোগ পেয়ে
বলছিস কথা কড়া
পড়ব আমি হবো মানুষ
দেখিস তখন তোরা

১৩-৭-২০২১