আল্লাহ আল্লাহ ডাকছি এত তবু মনে শান্তি মেলে না
একটুখানি দয়ার চাদর খোদা আমায় দিলে না (২)

একটুখানি দয়ার চাদর খোদা আমায় দিলে না (৩)

দুনিয়াতেই মগ্ন থেকে হয়েছি যে আমি বড়ই পাপী
সব ভুলে আজ হতে চাই যে খোদা তোমার অভিমূখী (২)

ক্ষমা করো নইলে খোদা আমি দিদার পাব না।

ভুবনে যা কিছু আছে তোমার মহিমা করে ঘোষণা
তাই আমাকে সত্যত্যাগের দলে খোদা ভিড়াইও না( ২)

তোমার নামেই আছে শান্তি (২)
এছাড়া মন আর কিছুই বুঝে না

আল্লাহ আল্লাহ ডাকছি এত তবু মনে শান্তি মেলে না
একটুখানি দয়ার চাদর খোদা আমায় দিলে না (২)

একটুখানি দয়ার চাদর খোদা আমায় দিলে না (৩)

২৭-০৪-২০২০
ধানসিঁড়ি, ঠাকুরগাঁও।