একাকী ধানমন্ডির লেকে
হেঁটে হেঁটে ক্লান্ত চোখ
            নগরীর কোলাহল।
এ-গলি ও-গলি ব্যস্ততায় রিক্সা সাইকেল
সিএনজি সারিবদ্ধ যানজট
                           পায়ে হাঁটা মানুষের বুক।
হচ্ছে কাকেরা ময়ুর
                    পারসোনার ভেতর
শ্রমজীবীর গড়িয়ে পড়া ঘামের পুঁজিতে
টয়োটা করোলা কিংবা দামী গাড়িগুলো
ছুটছে দ্রুতগতি ছড়িয়ে মেকি সুবাস ।

দেখতে দেখতে দিশেহারা
গিলছে রাশি রাশি চোখ ইতস্তত মন
পথের পাঁচিল ফেলে একটু স্বস্তির শ্বাস
বাতাসে ভাসে ললিত সবুজ সুবাস
ফুটপাতে নক্ষত্রের মতো
ঢুকে গেছে ফুলের দোকান ।

ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে
এই শহরের সাথে সখ্যতা গড়ার লোভে
ব্যাকুলতাতেই বাড়িয়েছে মন
                একটি হলুদ গোলাপ-তোড়ায়
অর্থের চাইতে যাতনা ছিল বেশি ব্যাগে
তবুও একটি হলুদ গোলাপ হাতে
হাঁটছি আবার পথে পথে মোড়ে মোড়ে
                              ঠিকানাবিহীন।

নিঃস্বার্থভাবে হাঁটে না দেখি
     এখানে আকাশও  মাথার উপর
পথের মাঝে হারিয়ে পথ তৃষার্ত হৃদয়
খেদোক্তি করেছে একটু মেঘের জন্যে
জীবনের একটি দিবস।

রাহুর গ্রাসে ঘটে দিনের মৃত্যু
দল বেঁধে নেমে এসে আঁধারের হাত
আর্তনাদে বিদীর্ণ আকাশ
কালো মেঘে বাঁধা শহরের চোখ
অবশেষে এলায়িত গোলাপ পাপড়িগুলো
খসে পড়ে নির্জনে একাকী।