বিমুগ্ধ চিত্তে বিভোর হও আমার পোড়া সুগন্ধে,
আমি জ্বলে পুড়ে হই ভস্ম অবশেষে ফেলো মন্দে।
মিলাদেও লও বাস হিতাশি বাতাসে,
পুজাতেও যাচ্ঞা ব্যক্ত তারই তো আভাসে।
নারী আমি মিশে একাকার,
তার জীবনও হাহাকার।
জন্ম থেকে জ্বলছে তারা মুখে হাসি টেনে
দিয়েছে উজাড় করে থাকবে শূন্য জেনে
নারীর জীবনকাহিনী আছে আমার সঙ্গেই বাঁধা
সংসার জীবনে নারী যেন কেবলই গোলকধাঁধা