আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়কাক
ভয়ে আঁতকে উঠে দেখে নিজের মুখ
নেশা নেশা নয়নে
হিংসা ক্রোধে বলে
এ কোন লম্পট আমার সামনে?
এত বড় সাহস
দেখো তো হলো কার ?
অতপর হিংসায় রাগান্বিত হয়ে
ঠোকরে ঠোকরে ভাঙে
সেই আয়না তার।
গু শালিক পেঁচা আকুলিত হয়ে
খড়ক তুলে হাতে
করবে খণ্ডিত
না হয় ধরে এনে নিক্ষেপ কারাগারে।
বিচিত্র মুখোশে করছে দাঁড়কাক
কতজনকেই যে
কতভাবে বিনাশ।
কেউকিছু বললে হিলিয়ে দেয় বন
বাহারি ঢঙে সেজে মিষ্টি কথনে
ভুলিয়ে রাখে মন।
কেউ যদি জেনেছে কুটিল তার রূপ
বধ করতে নেই
দ্বিধা একটু তার।
তাই খেলার ছলে কিংবা মনের টানে
আর দাঁড়কাকের নেড়ো না নোংরা ঢিপি।
নিজে হও শোধন
বিকাশে দাও মন।
১৯-০৮-২০২০
ঠাকুরগাঁও, বাংলাদেশ
( সরি কবি বন্ধুরা কবিতাটি ভুলবশত ডিলিট করে ফেলেছিলাম। তাই যারা কমেন্ট করেছেন কিছু মনে করবেন না প্লিজ)