রাতভর মৃত চোখ দু'টো গূঢ় অন্ধকারে
অদৃশ্য অজ্ঞাতদের বিড়ম্বনায় ক্লেশিত।
সূর্য চোখের ভেতরে যখন প্রদীপ
পরশে তার ক্ষিপ্রগতিতে বেঁচে উঠে
অন্ধকার চোখ প্রভাত এখন।
শত শত সবুজ গাছের চারাগুলো
লু হাওয়ায় দুলতে দুলতে মেতে উঠে
চোখের ভেতর খেয়ালি দোলপূর্ণিমা
আঁধারের ক্লেশ শেষে কবিতার মতো
সবুজ ঘাস-ফরাসে রোদেল আঙিনা।
দ্বিধা বিহীন আলোয় মেলে ডালপালা
আশার দৃষ্টিতে চেয়ে থাকে কত শব্দ
যদিবা কখনো পারে পাথরে জমাট বাঁধা
ভিড় করা অনৌচিত্য কথা সব নির্দিধায়
রোদ্দুর চোখে চোখের ভাষায় লিখতে।
০৫-০৬-২০২০