দুই হাতের দশ আঙুলে দশটি চন্দ্রমল্লিকা
রঙবেরঙের নৌকো এখন  হৃদ-সাগরে তারা।

কাটছি সাঁতার ভাসছি তাদের গায়ে...

কে বলেছে ডাকছি আমি ভালোবেসে
সত্যি করে তোকে?
হিজল গাছের ছায়া আর হাইব্রিড মাছ
সবই আমার পকেট
তরুলতারা আসছে বেয়ে খিড়কি দিয়ে
থাকছে বিছান ঘিরে।

এক ইশারায় তারা আকাশ পাতাল ফুঁড়ে
আমার ঠোঁটেই রাখে ঠোঁট
ঠোঁটের নীচে হয়নি কখনো ভাতের অভাব
ত্তরসা কাপড় রোদেলা আকাশ
উদিত আমার বক্ষমাঝে বারোমাস।

শুনেছি তোমার কথা
বলেছি যা সবই ছিল তোমার প্রশংসা
সত্যি বলতেই হয় আছে তোমার ক্ষমতা
তবুও কেন যে কানের ভেতর দিয়ে
ঢুকতে  চাও আমার মনে !

ও বুঝেছি নেমেছ বুঝি চ্যালেঞ্জে তুমি
হারজিত করেছে অসংযত
মন নেই মনের কাছে সংযত।

মন- সীমানায় আছে খোলা শুধু বন্ধুত্বেরই আগল
দখলদারিতে রয়েছে বিধিনিষেধ
চতুরদিকে কাঁটাতারের বেড়া।
একটু হলে বেসামাল কাঁটতে হবে রক্তজলেই সাঁতার।

তাই বন্ধু হয়ে থাকো
সুখ-দুঃখ নরম আলোয় হাঁটুক বুকের মাঝে
থাক না ভোরের পুস্পঘ্রাণ ছড়িয়ে সুবাস মনে।

২৭-১০-২০২০