প্রকৃতির অভয়েই দিয়েছিল মেলে
বিশ্বাসগুলো শুকনো ঘাসে সবুজ ফসল
বিশ্বাস এখন অন্তঃসলিলা তটিনী ।

আকাশের বুকে রঙধনু দেখে ভরসার ভেজা ঘাসে
আর মেকি রোদের ঝিলিকে
দিয়েছে মেলে রঙবেরঙের পাখনা
শুষ্ক শস্যকণা কুড়িয়ে নিবে ভাবের ঘাসে।

অথচ বিশ্বাস এখনো হাঁটছে ভেজা ঘাসে।