জাতির জনকের কন্যা এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ জন্মদিন। এই জন্মদিনে আমি এই সামান্য কবিতাটি উৎর্সগ করলাম।
#শুভ_জন্মদিন_প্রধানমন্ত্রী
বাংলা আমার মায়ের মতো
সবুজ ভালোবাসায়,
তেরো শত নদীর স্রোতে
স্বপ্ন ভাসে আশায়।
গাছে গাছে বৃষ্টি নামে
বাংলা শরীর ভেজে
বনের মাঝে গান ধরেছে
শ্যামা দারুণ সেজে।
বাংলাদেশের সবুজ ঘাসে
ফড়িং দেয় যে চুমু,
তাই না দেখে বাংলা মা যে
নাচে ঝুমুর ঝুমু।
পদ্ম পাতায় জলের খেলা
দেখি পুকুর ধারে
ধানের চারা করবে বপন
কৃষক বহে ঘাড়ে।
ন্যায্যদামে প্রধানমন্ত্রী
দিচ্ছে সার ও বীজ,
তাই খুশিতে করছে কৃষক
ক্ষেতে যে গিজগিজ।
চাষির দুঃখ গেল বুঝি
স্বপন দেখে চোখ,
মনের সুখে খাবে তারা
নতুন ধানের ভোগ।
ক্ষেতে ক্ষেতে সোনালি ধান
বায়ুর গায়ে দুলে,
শেখ হাসিনা রয়েছে যে
সেই সুখেরই মূলে।
গানে গানে গাইছে সবাই
জয়বাংলার ধ্বনি,
বলছে শোনো শেখ হাসিনা
এই দেশেরই মণি।
স্রষ্টা যদি থাকেন সহায়
যদি দেশের জন্য,
এই বৈশ্বিক মহামারি
কাটিয়ে হবেই ধন্য।