কোটি কোটি মানুষের কণ্ঠস্বর
এ বাংলাদেশের শরতের কাশবন
এবং ভোরের শিশিরঝরা
ঘাসের ডগার মুক্তোদানা
আর স্বাধীন আকাশে উড়ে বেড়ানো
মুক্ত পাখির সুরেলা গান
তোমার কবিতাতেই দেখি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার এ কবিতায় দেখি....
কৃষকের সোনালি ধানের
গোলাভর্তি হাসি
কৃষাণীর সবুজ জমিনে লালপেড়ে শাড়ি
জেলের স্বাধীনভাবে
নদী-সাগরে বিচবরণকারী ডিঙিনাও
জেলেনির মাছ-খলোইর তৃপ্তির প্রশ্বাস
চৈত্রের পোড়া মাটিতে ঝরে পড়া বৃষ্টি
আর মন মাতোয়ারা
সোঁদা মাটির সুগন্ধ
কামার ও কুমারের এঁটেল মৃত্তিকা।
তুমি বঙ্গবন্ধু তুমি শ্রেষ্ট কবি
এসেছ ভূবনে কবিদের দূত হয়ে
সৃষ্টি করে তোমাকে ভেবে কবিরা
বহু কবিতা যেখানে থাকে
দেশপ্রেম মুক্তিযুদ্ধ কালোরাত আর
ভয়াবহ পনেরো আগষ্ট
আরও কতশত ইতিহাস
এবং তোমার বীরত্বের বিবরণ
আর ত্যাগ তিতিক্ষার কথা।
তবে শ্রেষ্ঠ কবিতাটির রচয়িতার
মহানায়ক তুমিই বঙ্গবন্ধু
যার শিরোনাম বাংলাদেশ।
আর সে কবিতা থেকে জন্ম হয়
প্রতিদিন হাজারও কবিতা।