বাসস্থান আমার মহীর মগডালে
হঠাৎ কখনো করি বাজপাখির ন্যায়
এসিয়া অঞ্চলে আসা-যাওয়া।
তীক্ষ্ণদৃষ্টিতে আহারের জন্য
ঘুঘু মাছ ইঁদুর নেই করে শিকার
শিকারীও বলতে আমাকে পারো।
আমি রাজার রাজা নজরে রাখি প্রজা
নিজের রাজকোষ রাখি না খালি করে
প্রজা দিয়েই করি ভুরি-ভোজ্য।