আকাশে মেঘের শব্দ তুমি কী শুনেছ
ব্যাথার আঘাতে মুখ পড়েছে যে ঝুলে
হয়েছি সাগর জমেছে যে বুকের উপরে বাদলের জল
জমিয়েছে ভিড় ঝরে পড়া পাতা পথে
পথিকেরা সব বুকের উপরে পায়ে-পায়ে যায় হেঁটে
তুমিও কী নিতে চেয়েছিলে এই স্বাদ
ক্ষয়ে যাব পথে আমি এভাবেই একদিন
সুনীল আকাশে আশ্বিনের সাদা মেঘ খুঁজে নিবে তুমি
চৈত্রের দুপুরে খুঁজবে তবুও আমাকে
উষ্ণ মন নিবে জড়িয়ে শীতল করে
জল রোদ বৃষ্টি করেছি ধারণ বুকে
আমার আকাশে যখন যেমন ইচ্ছে থেকো তোমার মতোন
অলস দুপুরে থেকো সোনাঝরা মিষ্টি রোদে
জলের বিকেলে কচুর পাতায় থেকো টলমলে হাসিতে না হয়
নক্ষত্রের রাতে পাতার আড়ালে থেকো ঝিলমিল আলো হয়ে
পৌষের সকালে সবুজ ঘাসের বুকে হলেই না হয় ঝলমলে মুক্তো
জানো নাকো তুমি পৃথিবীতে আছি আকাশের গায়ে।