আতঙ্কের হাতছানি
--হাবিবা বেগম
সারাদিন ছিল না ওই আকাশে একটুও
কালো কিংবা পাংশুটে মেঘ কোথাও
শুকনো কণ্ঠে আকাশপানে চেয়ে থাকে
ঘাষফুল আর কিছু বক।
ছিল লুকিয়ে আকাশ-চোখে স্বৈরী মেঘ
ততক্ষণে লুটিয়ে পড়ে পথের-ধারে ফুল
আঁশটে গন্ধ পেয়েই ঠায় দাঁড়িয়ে বকেরা
নদীর তীরে গাছের ডালে।
কোথাও ছিল না কেউ অথবা যায়নি দেখা
কিয়ত্ পর দেখা যায় তীক্ষ্ণ চঞ্চুতে আঁইশ
আর একটু দূরে ঝোপের আড়ে কিছু হাড়
ওদেরকেও যায়নি দেখা।
শুধুই সেখানে ছিল একটুকরো বিষাদ
হলুদ ঘাষ-ফরাশে হেঁটে যায় মৃত্যুর প্রহর
ছিল না ধূপ-ধোঁয়া কিংবা আতরের গন্ধ
ছিল আতঙ্কের হাতছানি।
দেহহীন আত্মাদের আর্তনাদ পৃথিবীময়
সময়ের বিবর্তনে হয়নি তেমন কর্ণপাত
গোলকধাঁধায় ছুটে চলছে এদিকওদিক
ছিল না তখন ফুলগুলো।
সাদা বকগুলোকেও কোথাও যায়নি দেখা
ছিল শোকার্ত পাঁচিল ও গগনচুম্বী মূল্যবৃদ্ধি
মেঘের গর্জনে ভেঙে পড়ে কান্নায় আকাশ
নির্মল এখন ধরার ব্যথিত বুক।