তুমি যে সময়ে হাসো আমিও তখন প্রাণখুলে হাসি
মনে হয় পৃথিবীর সব সুখ যেন আমি বহন করছি
তুমি যখন কাঁদো চোখ দু'টো আমার সাগরে নামে
ভেঙেচুরে শেষ হই আমিও কাঁদি হারিয়ে ফেলি শক্তি
তোমার সুখের চাবি বয়ে যায় আমার ফল্গু নদীতে
গ্রাস করছি অজান্তে হয়ত তোমার স্বপনের সাত রঙ
তখন মনে হয়েছে আমি এক মানুষ খেকো রাক্ষস
আমি যেন দুষ্টগ্রহ ছেয়ে দিচ্ছি উজ্বল দিন আঁধারে
তুমি যেসময় রাগো আকাশ চৌচির হয়েছে তখন
তুমি তখন তুমি না,হারিয়ে ফেল দিগবিদিক জ্ঞান
তখন কচ্ছপ আমি সেঁধিয়ে যায় যেন হাত-পা বুকে
জ্ঞানশূন্য হয়ে পড়ি ভাবি সত্যি তো আমি মানুষ নই
তবু তোমাকেই আমি পাগলের মতো ভালোবাসি
আর ভালোবাসি বলে এই অশ্রুজল করবে না ক্ষতি।