কেন যে আমার বিপ্লবী সময় আজ দ্বিধান্বিত
পৃথিবীতে কত কি ঘটেছে ঘটছে
সবই আজ শুধুই জিজ্ঞাসা হয়ে ঘুরপাক খাচ্ছে
আমি সম্মানের ভয়ে না-কি মৃত্যু ভয়ে
অন্যায়কে করছি গলাধঃকরণ
বেঁচে থাকার সময় এখন আমার দ্বিখণ্ডিত
একটি টানা সুক্ষ্ম সুতোয় ঝুলছি আমি
আমার জঠোরে অবস্থানরত ভ্রুণের কারণে
তবে পৃথিবীর চৌকাঠে জমেছে আমার অজস্র ঘৃণা
আর চোখের ভেতর চৈত্রের দুপুর
ক্ষয়ে যাওয়া সময়ের জন্য আপসোস নেই
সময়ের শেষে সূর্য ডুবে যাবে জেনেও উদিত হয়
তাই আমিও আমার অন্ধকার সময়গুলোকে
দাগ কেটে রাখতে প্রয়োজনবোধ করি না বর্ষপুঞ্জিতে
উশৃঙ্খল ঘটনার মূহুর্ত বিরাজ করে পৃথিবীর মানচিত্রে
পৃথিবীর হাহাকার জেগে উঠবেই মিছিলে
পাওয়া না পাওয়ার সময় সনাক্ত হবে ইশ্বরের কাছে
সেইদিন দ্বিধান্বিত সময়ের সম্মিলিত কণ্ঠস্বর
আসবেই বেরিয়ে দ্বিধা ছেড়ে।