বিছিয়ে দিয়েছ এলোকেশী রাক্ষসী তোমার
ঘনকালো অবিন্যস্ত চুল সমস্ত আকাশে
আগুনঝরা দাঁত-ক্যালানো হাসির ঝলকানি নিয়ে
ঢুকে পড়ছ ঘরের ভেতর
                        হু হু হুংকার শোঁ শোঁ আওয়াজে
কম্পিত পৃথিবী কম্পিত হৃদয়
পুড়ে যায় মরে যায় ছারখার বসুন্ধরা
মেঘে ঢাকা পর্বতমালা বিরতিহীন
               ঝড় তুলে বৃষ্টি আর করকার শব্দে
মানুষের ঘরে ঘরে মানুষের গহন অন্তরে
গড়িয়ে পড়ে ঘরের চালা ফুটো করে
             ভেসে যায় ভাতের পাতিল সুখের বিছানা
আশ্রয় হারিয়ে খোঁজে আশ্রয় তোমার পদস্খলনে
যেখানে রয়েছ তুমি কাদাজল মাখানো পথ প্রান্তরে

               হৃদয়ে কতটা ভালোবাসা বসবাস করলে
বিস্তর বিধ্বস্ত ঘটার পরেও তোমাকেই খোঁজে
    তোমাকে বরণে মেতে ওঠে আহ্লাদী বাংলার মন
বেদনার আড়ে এলোকেশী রাক্ষসী তুমিই বাংলার প্রথমা
পৃথিবীর জগৎ কল্যাণ বয়ে আনো যে মোঙ্গল বার্তা।


১৬-০৪-২০২১