ঊষার পবনে
বেলিফুল দোল খেলিয়া যায়
পবন তার আপন মনে
ছুটে চলিয়া যায়,
একবার মোর পানে
ফিরিয়া নাহি চায়।
নিশিথ বেলায় চিন্তার আধারে
যে কথার সমাপ্ত হইয়াছে,
তা তোমাতে হয়নি বলা
মৌন দূর্বলতায়।
হে পবন থামো খানিক ক্ষন,
শুনাবে তাহারে মোর কথা
ভালোবাসিয়া যাহারে
সপিয়াছি মন।