রেলের স্লিপারে পা ফেলে
একাকী পথ চলা
দূর বহু দূর দৃষ্টি নির্বাক,
মরিচিকার ভিড়ে
সব কিছুই যেন
আঁকা জল রঙ্গের ছবি,
তাতে খুজে বেড়াই তোমায়,
কই কোথাও তো নেই তুমি...!!
হঠাৎ হোঁচট খেয়ে
পাথরের ঝনঝন শব্দে,
থমকে দাড়াই স্তব্দে..!
দু'রেলে দু'জন
হাত ধরে,হয়নি হাটা..!!
সুখ টুকু হাতে হাতে
আর হলোনা বাটা।