হে জিবন নিশ্চয়ই চাচ্ছ তুমি অনেক কিছু
      """"""""""""আমার কাছে,,,,
কিন্তু তোমার চাওয়া পারছিনা দিতে রয়েছি
""""'''''''''''''''''অনেক পিছে।
তুমি চাচ্ছ দুনিয়ার সুখ পরকালের স্বর্গ জিবন।
আর সুন্দর করে সাজাতে  তোমাকে নির্যাস  
                     অন্তরন।
তোমার সব চাওয়া পারছিনা দিতে বাধা থাকায়,
তাই অভিশাপে অঙ্গ পুড়িয়ে দিও না আমায়।
আমার সমস্ত ইচ্ছা দিয়ে ও চাহিব তোমায় সুন্দর
"""""'''''''””””””করতে।
সব বাধা পেরিয়ে যাবো সুখের সন্ধান খুঁজতে।