কি আছে মোর ভাগ্যে লেখা
কোথায় যে তার শেষ।
যখন বসিলাম বৃক্ষ তলে একা
পরিস্থিতির ভাবনা চিন্তায় হয়ে গেছি নিস্তেজ।
ব্যর্থ মনোরথ হবে নাকি শেষ প্রান্তে
চেষ্টার ত্রুটি ত করিনি কভু, তবু কেন পিছনে।
""""""""""""হে মহান স্রষ্টা """"""""""
তুমি সে পথ দেখাও, সেই পথেই চালাও
যে পথে চলে সাফল্য হয়েছেন শ্রেষ্ঠ জন