স্বপ্নের বাংলাদেশ

দেশ আমাদের, বাংলাদেশ,
স্বাধীনতার গর্বে ভরা,
নবীন দের অঙ্গীকারে,
আগামীর পথে চলা।

সত্যের আলোয় ভরে ওঠে,
দেশের প্রতিটি কোণে,
উন্নয়নের সূর্যোদয়ে,
স্বপ্নের দেশ আনোলে।

একতা আর সম্প্রীতির বন্ধন,
আমাদের পথের দিশা,
শান্তির বার্তা নিয়ে আসে,
বাংলাদেশের প্রতিচ্ছবি।

উন্নতির পথে এগিয়ে চলো,
সমৃদ্ধির স্বপ্ন দেখে,
নতুন দিনের কণ্ঠস্বর,
আমাদের বাংলাদেশে।