নিম্নমুখী বৃষ্টির চাপে শঙ্কিত মন,
ভয়ে কাতর মানব সমাজ প্রতিচ্ছবির পরিস্ফুটন।
বৃষ্টিতে ভাসমান মাঠের শস্য ফসল,
দিশাহীন চাষী সমাজ আতঙ্কে দিনযাপন।
প্লাবন কি সৃষ্টি হবে এই বৃষ্টি দ্বারা,
খাদ্য বিহীন মানব সমাজ বাঁচবে কি তারা?
প্রভাব প্রতিপত্তি বিত্তবান অর্থশালী যারা,
তাদের মনে মায়াহীন হিংসা ভরা কথা।
তাদের আছে অট্টালিকা বাঁচার বাসস্থান,
গরিব দুঃখীর কথা ভাবনার কি দরকার।
আস্থা হীন মানুষের কথা লেখা হলো তাই,
শোভা পাবে কবিতায় অন্য উপায় নাই।