প্রথম যেদিন আলোয় ফেরা
শ্রীময়ী তুই ছিলি সাথে
ধর্ম পাঠ হলো সারা
হাতটি রেখে তোর হাতে।
প্রথম যেদিন বৃষ্টি নামে
আমার ভিতর অঝোর ধারায়
তোকেও আমি ভিজিয়ে ছিলাম
অনুরাগের পেলব মায়ায়।
প্রথম যেদিন জঠর জ্বালা
প্রকৃতি দিলো ফলের রাশি
তুই দিলি স্নিগ্ধ পরশ
চুম্বন আর মিষ্টি হাসি।
প্রথম যেদিন কাব্য লেখা
তুই ছিলি এই মনটা জুড়ে
সুগন্ধিত কবিতা আমার
দিলাম তোকে উজাড় করে।
প্রথম যেদিন পাড়ি দিলাম
মনমাঝির ঐ নৌকা চড়ে
অশ্রু চোখে দাঁড়িয়ে ছিলি
খড়ি নদীর সুদূর পাড়ে।
প্রথম যেদিন চাঁদের আলো
পুড়িয়ে দিলো আমার বুক
তুই-ও সেদিন চাঁদের দলে
লাস্যময়ীর হাস্য মুখ।
প্রথম যেদিন ভীষণ প্লাবন
মনের নদী দুকুল ভাসায়
ছেঁড়া পালের নৌকা আমার
তোকে ছাড়াই অকুলে ধায়।
তোকে নিয়েই চলা আমার
বিষের জ্বালার পুরস্কারে
শ্রী, তুই আছিস্ আমার
মরন জুড়ে; জীবন জুড়ে ।