ভালোলাগা ঝুলে আছে মাকড়সার জালে,
বুঝিনা, সুন্দর ঝরে পড়ে কোন্ অতীন্দ্রিয় জগতে,
স্নায়ু সজাগ; হারিয়ে যাই পার্থিব আকারে-বিকারে!
শ্রী তোকে খুঁজি,
গজগামিনী জ্বালা ধরায় কর্নিয়ায়,
অভ্যাসের জীবন চন্দ্রালোকে ভাসে;--প্রশংসায় মুখর,
শঙ্খিনী চাঁদ আদর করে; শিহরিত গাত্রাবরণ!
হে সুন্দর! ধরা দাও, ধরা দাও!
জরায়ুর উষ্ণতা ছেড়ে প্রথম যেদিন
পদার্পণ, স্পর্শে স্নায়ু হলো সজাগ বোধের সিঁড়ি বেয়ে
পেলাম না সেই সত্য, সেই আঁধার, সেই উষ্ণতা...
দীর্ঘ চড়াই-উৎরাই; ভুলে গেলাম মায়ের পরম স্পর্শ
ফেলে আসা পথে যখন ইন্দ্রিয় অতীন্দ্রিয় মিলেমিশে ছিল একাকার
সবটাই সত্য, সবটাই সুন্দর!
এখন তুই কোথায়, শ্রী?
ইন্দ্রিয়ে নাকি মননে!