শ্রী, অনেক ঘুরলাম নিসর্গ প্রেমে
তবু প্লাবিত হলাম কই?
এবার জীবনের পথে আয় নেমে
যদি দিতে পারিস্ চাঁদ যেনো রসালো মালপোয়া
খিদে মেটাক যতো ক্ষুধিত পাষাণ
যদি দিতে পারিস গঙ্গা এই উষ্ণ বালুবুকে
তবে কাছে থাক বাঙ্ময় দুচোখে,
অধরা মুক্তি-মরিচীকায় ঠকেছি এযাবৎকাল
মানুষের কাঁধে রাখতে হবে হাত; ধরতে হবে হাল,
জানবো যন্ত্রণার বীজানু সোৎসাহে বাড়ে কোন অস্থিমজ্জায়
অবোধ শিশু হেসে ওঠে ঘুমের ভিতর কোন নির্মল আলোকে,
সেই স্বপ্ন মুঠো মুঠো দেবো ছড়িয়ে
এই পৃথিবীর স্পন্দিত হৃদয়ে; শূন্য বুকে।
যদি না থাকে সময় মুঠোয় বিলোবার
তোকে অসীম করে রেখে যাবো এই বাতাসে
বিষহারী হয়ে উপড়ে ফেল সব বিষকাঁটালির ঝাড়,
ফসল ফলুক শিশিরে স্নাত, দুকুল ভাসুক উচ্ছ্বাসে,
যারা খেলে তারা খেলুক মাটির ঢেলায়
সব খেলা এখানেই হবে শেষ অন্ধ দুচোখে,
জীবন মানে নয় পাথর-কঠিন ক্লেশ
পাথরেও ফোটে ফুল----অজ্ঞাতে-----অমুল্য।