কাল রাতে ঝুপ করে চাঁদ
ডুবে গেলো হাঁসপুকুরের কালো জলে,
কলসী দড়ি পেলো কোথায়?
পাড়ে রেখে একগাদা উপমা
গুলচি ফুলের সৌরভ হয়ে লুকিয়ে পড়লো,
কেউ দেখতেও পেলো না!
এইভাবে দিন বদলায়; উপমাও,
চাঁদ কলঙ্ককে ভালোবেসে কাছে রেখেছিলো
সহজলভ্য ভেবেছিল সবাই,
তোকে চাঁদ ডেকেছি গোঙানি রাতে;
সর্পিণীর দেহ আদর করেছি,
চাঁদের প্রতিবিম্ব তোর মুখ;--
ক্ষণিকের মিথ্যাচার
ক্লান্ত ভাবনায় আবার চাঁদ আকাশে ভেসেছিল।
তোকে দেখিয়েছি জোছনায় দগদগে পোড়া ঘা
কি একটা সবুজ প্রলেপ; ওটা কি মনের?
তুই আমায় মাখালি!
আমি তুষারমানব হলাম;-- আজও অবিকল।
ব্যর্থ আগুনে আর পোড়েনি কোনও তুষারমানব
একরাশ লজ্জা;-- সতীত্বের
সীতা আগুন পেরিয়েছিল
চাঁদ তুই পারলি না!
তোর শবদেহ ছানছে একদল ডোম
কিছু কি আর আছে?
কলঙ্ক যত ধুয়ে গেছে হাঁসপুকুরের কালো জলে...